প্রেসিডেন্ট নির্বাচনের রান অফে অংশ নেয়ায় জনগণের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা 
(last modified Fri, 05 Jul 2024 08:10:17 GMT )
জুলাই ০৫, ২০২৪ ১৪:১০ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট নির্বাচনের রান অফে অংশ নেয়ায় জনগণের প্রশংসা করলেন সর্বোচ্চ নেতা 

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সক্রিয়ভাবে অংশ নেয়ার জন্য জনগণের প্রশংসা করেছেন। এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ শুক্রবার সকাল আটটায় শুরু হয়েছে। 

সকালে প্রথম প্রহরে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেন, “আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।”

তিনি আরো বলেন, "আমি শুনেছি যে, মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েছে এবং এটা যদি সত্য হয় তবে তা হবে আনন্দদায়ক।"

সর্বোচ্চ নেতা বলেন, "আমাদের প্রিয় জনগণ তাদের ভোট দেবে এবং সেরা নির্বাচন করবে, ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফার ভোট দেয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আরো বেশি দৃঢ়প্রতিজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি দেশ ও জনগণের জন্য দোয়া করে বলেন, "জাতির উন্নতি ও সমৃদ্ধি হোক এবং যারা এই প্রচেষ্টায় অবদান রাখছেন তারা সবাই মহান আল্লাহর রহমত ও করুণা লাভ করুন।"#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৫