বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
https://parstoday.ir/bn/news/event-i139308-বিএসএফের_গুলিতে_বাংলাদেশি_যুবক_নিহত
বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা ও জগদল সীমান্তের মাঝামাঝি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৫, ২০২৪ ১৬:০৯ Asia/Dhaka
  • বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা ও জগদল সীমান্তের মাঝামাঝি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।  

নিহত রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।    

বিএসএফের নাগরভিটা ক্যাম্পের কমান্ডারের বরাত দিয়ে (আজ শুক্রবার) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। 

ওসি ফিরোজ কবির বলেন, 'বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে গরু চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশি কয়েকজন বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় যায়। এসময় ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের অধীন তিনগাঁও বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে রাজুর মৃত্যু হয়।'   

ঘটনার পরপরই বিএসএফ সদস্যরা রাজুর মরদেহ ভারতীয় সীমান্ত এলাকায় নিয়ে যায়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারকে উদ্ধৃত করে জানান ওসি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫