তেহরানে আজারবাইজানের দূতাবাস শিগগিরি চালু হবে
https://parstoday.ir/bn/news/event-i139464-তেহরানে_আজারবাইজানের_দূতাবাস_শিগগিরি_চালু_হবে
ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে যে, তেহরানে প্রতিবেশী আজারবাইজানের দূতাবাস শিগগিরি আবার চালু করা হবে। গত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে ইরানে আজারবাইজানের দূতাবাসের কার্যক্রম বন্ধ করা হয়। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১০, ২০২৪ ১২:৪০ Asia/Dhaka
  •  তেহরানে আজারবাইজানের দূতাবাস শিগগিরি চালু হবে

ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে যে, তেহরানে প্রতিবেশী আজারবাইজানের দূতাবাস শিগগিরি আবার চালু করা হবে। গত বছর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে ইরানে আজারবাইজানের দূতাবাসের কার্যক্রম বন্ধ করা হয়। 

আজারবাইজানের দূতাবাস আবার চালু করার বিষয়টি গতকাল (মঙ্গলবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিভাগের প্রধান মুজতবা দেমিরচিলু এই ঘোষণা দেন। 
তিনি বলেন, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে তেহরানে আজারবাইজানের দূতাবাস আবার চালু হবে এবং রাষ্ট্রদূত তেহরানে ফিরে আসবেন।
গত বছরের জানুয়ারি মাসে তেহরানে আজারবাইজানের দূতাবাসে একটি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজারবাইজান কর্তৃপক্ষ তাদের দূতাবাস বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে ইরানের পক্ষ থেকে তদন্ত করা হয় এবং তাতে দেখা যায় ব্যক্তিগত ও পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে দূতাবাসে হামলার ঘটনা ঘটে।#
পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।