রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী করার সুযোগ রয়েছে: পুতিন
(last modified Fri, 12 Jul 2024 08:35:22 GMT )
জুলাই ১২, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  •  রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা শক্তিশালী করার সুযোগ রয়েছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে তার দেশের সহযোগিতা আরো সম্প্রসারিত করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার সুযোগ রয়েছে।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৃহস্পতিবার ব্রিকসভুক্ত দেশগুলোর দশম পার্লামেন্টারি ফোরামের বৈঠকের অবকাশে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যকার চলমান সহযোগিতা কেবল বাড়তেই থাকবে।

ইরান ক্রমবিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যপদ পাওয়ায় রুশ নেতা সন্তোষ প্রকাশ করে বলেন, তার দেশ ইরানের এই সদস্যপদ পাওয়ার বিষয়টিতে সমর্থন জানিয়েছিল।

ভ্লাদিমির পুতিন ইরানে শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন,  তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শাসনামলে আরো বাড়বে বলে তিনি আশা করছেন। রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়ার পার্লামেন্ট স্পিকার ভিয়াচেস্লাব ভলোদিন আগামী ৩০ জুলাই ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

বৈঠকে রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন ইরানের পার্লামেন্ট স্পিকার। এর আগে বাকের কলিবফ তার রুশ সমকক্ষ ভলোদিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দুই স্পিকার দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ