ইসরাইল-বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/event-i139600-ইসরাইল_বিরোধী_অভিযান_বিস্তারের_হুমকি_দিল_ইয়েমেনের_সামরিক_বাহিনী
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে। গতকাল (শনিবার) সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০২৪ ১১:৫২ Asia/Dhaka
  • ইয়াহিয়া সারি
    ইয়াহিয়া সারি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরাইল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে। গতকাল (শনিবার) সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী। 

গতকালের ওই গণহত্যায় ৯০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া ৩০০’র বেশি মানুষ আহত হয়েছেন এবং হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। 

গতকালের গণহত্যা সম্পর্কে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, সশস্ত্র বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সে বিষয়টিও ইয়েমেনি সামরিক বাহিনীর নজরে রয়েছে।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের এই হত্যাযজ্ঞ ও অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সামরিক বাহিনী তাদের সামর্থ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেবে। ফিলিস্তিনি জনগণের রক্তের জন্য সত্যিকারের বিজয় এবং ইসরাইলি শত্রু ও তার সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না ইয়েমেন।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় রক্তপাত ও ভয়ানক গণহত্যা চালিয়ে আসছে। দখলদার সেনাদের হাতে এ পর্যন্ত ৩৮,৩৪৫ জন ফিলিস্তিন শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলের এই অপরাধের বিরুদ্ধে ইসরাইলের সেনারা রুখে দাঁড়িয়েছে এবং ইসরাইলের ভেতরে ও ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।