ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযানের তীব্রতায় 'ট্রমাটাইজড' মার্কিন পাইলটরা 
https://parstoday.ir/bn/news/event-i139608-ইয়েমেনের_প্রতিশোধমূলক_অভিযানের_তীব্রতায়_'ট্রমাটাইজড'_মার্কিন_পাইলটরা
ইয়েমেনের হুথি আনাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সদস্যদের সাহসী অভিযান দেখে ট্রমাটাইজড হয়ে পড়েছেন মার্কিন নৌবাহিনীর জঙ্গিবিমানের পাইলটরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গত কয়েক মাসের গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন এবং ইসরাইল অভিমুখী জাহাজে অসম সাহস নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৪, ২০২৪ ১৩:৫৫ Asia/Dhaka
  • ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযানের তীব্রতায় 'ট্রমাটাইজড' মার্কিন পাইলটরা 

ইয়েমেনের হুথি আনাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সদস্যদের সাহসী অভিযান দেখে ট্রমাটাইজড হয়ে পড়েছেন মার্কিন নৌবাহিনীর জঙ্গিবিমানের পাইলটরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনাদের গত কয়েক মাসের গণহত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর ও ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন এবং ইসরাইল অভিমুখী জাহাজে অসম সাহস নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। 

ইয়েমেনি সেনাদের এই সাহসী হামলা ও তাদের মুখোমুখি হওয়াকে "ট্রমাটাইজিং" হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পাইলটরা।

ইয়েমেনি সেনাবাহিনীর সাথে নয় মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জঙ্গিবিমানের কয়েকজন পাইলট শুক্রবার ভার্জিনিয়ার বাড়িতে এসেছিলেন। ইয়েমেনের সেনাদের সাথে যে সংঘাত হয়েছে এবং এখনো চলমান তাকে সিবিএস নিউজ "দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন সমুদ্র যুদ্ধ" হিসেবে উল্লেখ করেছে।

ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার বিমানবাহী রণতরীর স্ট্রাইক গ্রুপ যাতে ছিল এফ/এ-১৮ সুপার হর্নেট বিমান ও আরো তিনটি যুদ্ধজাহাজ। এই গ্রুপকে লোহিত সাগরে ইসরাইলি জাহাজ এবং মার্কিন মিত্র যুদ্ধজাহাজগুলোকে সুরক্ষিত করার দায়িত্ব দেয়া হয়েছিল যা সুয়েজ খাল পর্যন্ত বিস্তৃত। 

ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত অক্টোবরের মাঝামাঝি সময়ে ভার্জিনিয়া ত্যাগ করে কিন্তু ইয়েমেনের ফিলিস্তিনপন্থী প্রতিশোধমূলক হামলা বাড়ানোর পর কৌশলগত জলপথে এর মোতায়েনের মেয়াদ দুবার বাড়ানো হয়।

মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার চ্যারিটি সোমা সিবিএস নিউজকে জানিয়েছেন, "সত্যি বলতে, এটা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমি মনে করি না যে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে থাকা কেউ এমন হামলার বিষয়টি ধারণা করেছিল।"#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।