দক্ষিণ চীনে যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী 
(last modified Mon, 15 Jul 2024 10:36:45 GMT )
জুলাই ১৫, ২০২৪ ১৬:৩৬ Asia/Dhaka
  • দক্ষিণ চীনে যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীনা বাহিনী 

চীন এবং রাশিয়া দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে যৌথ নৌ মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সাথে যখন এই দুটি দেশের টানাপড়েন ও উত্তেজনা চলছে তখন রাশিয়া ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করল।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “যৌথ সমুদ্র ২০২৪ নামের এই মহড়া গতকাল রোববার থেকে গোয়াংডং প্রদেশের ঝাংজিয়াং শহরের কাছে শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে- আরো দুই এক দিন মহড়াটি চলবে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে এবং আন্তর্জাতিক এই মহড়ার সাথে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। এছাড়া, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। চীনা রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, যৌথ মহড়ায় ক্ষেপণাস্ত্র-বিরোধী মহড়া, সমুদ্র হামলা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধেরে জন্য রাশিয়ার "চরম সাহায্যকরাী" হিসেবে চিহ্নিত করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৫

ট্যাগ