রাশিয়াকে সামরিক সহযোগিতা করার অভিযোগে
ইরান-বিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
রাশিয়ার ইউক্রেন বিরোধী যুদ্ধে ইরান সামরিক সহযোগিতা করছে- এই অজুহাত তুলে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। এক প্রেস রিজিলে ইইউ’র ইউরোপীয় কাউন্সিল ২০২৫ সালের ২৭ জুলাই পর্যন্ত ইরানবিরোধী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেস রিলিজে দাবি করা হয়েছে, ইরান পশ্চিম এশিয়া এবং লোহিত সাগর অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সামরিক সহযোগিতা দিচ্ছে। এতে আরো বলা হয়, “ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বছর বছর নবায়ন করা হবে। আপাতত ইরানের ১২ ব্যক্তি ও নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।”
ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক রাজনৈতিক দিকনির্দেশনা এবং অগ্রাধিকার নির্ধারণ করার দায়িত্ব ইউরোপীয় কাউন্সিল পালন করে।
যাদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে তাদের সম্পদ জব্দ করার পাশাপাশি তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সফর করতে পারবেন না।
রাশিয়াকে সমরাস্ত্র দেয়ার অভিযোগ শুরু থেকেই কঠোর ভাষায় প্রত্যাখ্যান করে এসেছে ইরান।
এদিকে, ইউক্রেনের প্রতি পশ্চিমা সমরাস্ত্রের যে ঢল নেমেছে সে ব্যাপারে পাশ্চাত্যকে আবারো সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত শুধুমাত্র আমেরিকা ইউক্রেনকে পাঁচ হাজার ১৪০ কোটি ডলারে অস্ত্র সরবরাহ করেছে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬