ইসরাইলি গণহত্যার ব্যাপারে মুসলিম বিশ্বের নীরবতার নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i139656-ইসরাইলি_গণহত্যার_ব্যাপারে_মুসলিম_বিশ্বের_নীরবতার_নিন্দা_জানাল_ইরান
গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজ ও মুসলিম দেশগুলোর নীরবতা ও নিষ্ক্রিয় ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে ইরান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৬, ২০২৪ ১৪:৩১ Asia/Dhaka
  • ইসরাইলি গণহত্যার ব্যাপারে মুসলিম বিশ্বের নীরবতার নিন্দা জানাল ইরান

গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজ ও মুসলিম দেশগুলোর নীরবতা ও নিষ্ক্রিয় ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে ইরান।

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের রোববার তেহরানে এক বক্তব্যে এ নিন্দা জানান। তিনি বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সমরাস্ত্র ব্যবহার করে গাজায় গণহত্যা জোরদার করেছে ইহুদিবাদী ইসরাইল। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।”

প্রেসিডেন্ট মোখবের বলেন, গাজার চলমান অমানবিক পরিস্থিতি ইসরাইল সরকারের অন্ধকার অপরাধযজ্ঞের রেকর্ডে আরেকটি ‘কলঙ্ক দাগ’ সৃষ্টি করেছে। গাজাবাসীকে রক্ষায় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় তিনি মুসলিম দেশগুলো দেশের কড়া সমালোচনা করেন।

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট এমন সময় এ বক্তব্য দিলেন যখন দখলদার ইসরাইল পদ্ধতিগতভাবে গাজার আশ্রয় কেন্দ্র, স্কুল এবং জাতিসংঘের স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। রোববারই গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ভয়াবহ বোমা হামলা চালায় ইহুদিবাদী বাহিনী।

ওই হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি শহীদ ও অপর প্রায় ১০০ জন আহত হন। স্কুলটিতে হাজার হাজার ফিলস্তিনি আশ্রয় নিয়েছিলেন। এর আগে শনিবার গাজার কথিত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল-মাওয়াসি এলাকায় দুই হাজার পাউন্ডের কয়েকটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ইসরাইলি সেনারা। ওই পাশবিক হামলায় অন্তত ৯১ ফিলিস্তিনি শহীদ ও অপর ৩০০ জনের বেশি আহত হন।  এসব হামলায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন যাদের লাশ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬