দামেস্ক-আঙ্কারা সম্পর্ক মেরামতের চেষ্টা
সিরিয়া সম্পর্কের উন্নয়ন চায় তবে আগে সমস্যার সমাধান করতে হবে: আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুরস্কের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের যেকোনো পদক্ষেপকে স্বাগত জানানোর কথা ঘোষণা করেছেন। তিনি গতকাল (সোমবার) সিরিয়ার পার্লামেন্ট পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে ভোট দিয়ে একথা ঘোষণা করেন।
তিনি বলেন, “তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যেকোনো পদক্ষেপের ব্যাপারে আমাদের অবস্থান ইতিবাচক। এটি একটি স্বাভাবিক বিষয় যে, কেউ তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ রাখতে চায় না। তবে এর অর্থ আবার এও নয় যে, আমরা কোনো নিয়ম-কানুন না মেনেই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসতে যাব।”
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে গোপন আলোচনা চলছে বলে যে দাবি করেছেন তা সঠিক নয়। আসাদ বলেন, “সিরিয়ায় গোপন করার কিছু নেই। আমরা যা করার প্রকাশ্যে ঘোষণা দিয়ে করি।”
আসাদ সাংবাদিকদের বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিরাপত্তা পর্যায়ে বৈঠক আয়োজনের চেষ্টা হয়েছিল; কিন্তু আমরা প্রতিপক্ষের আচরণে কোনো রাজনৈতিক সদিচ্ছা দেখতে পাইনি বলে আলোচনায় কোনো ফল আসেনি।
সিরিয়ার প্রেসডেন্ট বলেন, তার দেশের কিছু এলাকায় এখনও তৎপর সন্ত্রাসীদের প্রতি তুরস্কের সমর্থন এবং সিরিয়ার ভূখণ্ড থেকে তুর্কি সেনা প্রত্যাহার করে নিতে হবে। দু’দেশের সম্পর্ক উন্নয়নের পথে এ দু’টি বিষয় অন্তরায় হয়ে রয়েছে। তিনি বলেন, আমরা শীর্ষ বৈঠকের বিরোধী নই; তবে আগে থেকে জানতে হবে যে, আলোচনায় ফল আসবে এবং তা দু’দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে।
প্রেসিডেন্ট আসাদ এমন সময় এ বক্তব্য দিলেন যখন সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার লক্ষ্যে আলোচনা করতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যেকোনো সময় আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেদ এরদোগান। গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছিল।#
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন