শিগগিরই বেইজিংয়ে আবার বৈঠকে বসতে যাচ্ছেন হামাস ও ফাতাহ নেতৃবৃন্দ
https://parstoday.ir/bn/news/event-i139666-শিগগিরই_বেইজিংয়ে_আবার_বৈঠকে_বসতে_যাচ্ছেন_হামাস_ও_ফাতাহ_নেতৃবৃন্দ
ফিলিস্তিনের প্রধান দু’টি সংগঠন- ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও রাজনৈতিক দল ফাতাহর শীর্ষ নেতারা চলতি মাসে আরো পরের শেষদিকে চীনের রাজধানী বেইজিংয়ে শান্তি আলোচনায় মিলিত হবেন বলে খবর পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৬, ২০২৪ ১৫:৩৭ Asia/Dhaka
  • শিগগিরই বেইজিংয়ে আবার বৈঠকে বসতে যাচ্ছেন হামাস ও ফাতাহ নেতৃবৃন্দ

ফিলিস্তিনের প্রধান দু’টি সংগঠন- ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও রাজনৈতিক দল ফাতাহর শীর্ষ নেতারা চলতি মাসে আরো পরের শেষদিকে চীনের রাজধানী বেইজিংয়ে শান্তি আলোচনায় মিলিত হবেন বলে খবর পাওয়া গেছে।

ফাতাহ’র কেন্দ্রীয় কমিটির উপ মহাসচিব সাবরি সাইদাম বলেছেন, তার সংগঠনের নেতারা আগামী ২০ ও ২১ জুলাই বেইজিং সফর করবেন। বেইজিংগামী হামাস প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সংগঠনের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ও ফাতাহ প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সংগঠনের উপপ্রধান মাহমুদ আলোউল।

এর আগে ২০১৪ সালের এপ্রিলে দুই সংগঠন নিজেদের মধ্যকার মতবিরোধ ও ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে সম্মত হয়েছিল। দু’পক্ষের সমঝোতা অনুযায়ী একটি ঐক্যমত্যের সরকারও গঠিত হয়েছিল কিন্তু ২০১৫ সালের জুন মাসে ওই সরকার একতরফাভাবে ভেঙে দেয় ফাতাহ। এটি দাবি করে, হামাস ফাতাহকে গাজা উপত্যকায় কাজ করতে দিচ্ছে না।

২০০৬ সালে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অনুষ্ঠিত আইন পরিষদের নির্বাচনে হামাস বিজয়ী হওয়ার পর ফাতাহ ও হামাসের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়। পরবর্তীতে হামাস শুধুমাত্র গাজা এবং ফাতাহ শুধুমাত্র পশ্চিম তীরের নিয়ন্ত্রণ গ্রহণ করে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।