গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে: ইরান
(last modified Tue, 16 Jul 2024 10:11:05 GMT )
জুলাই ১৬, ২০২৪ ১৬:১১ Asia/Dhaka
  • গাজা যুদ্ধ বন্ধ করার পথে আমেরিকা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে: ইরান

গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেছেন, একমাত্র বহুমেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দু’টি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে বাকেরি কানি সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছৈ এ মন্তব্য করেন।  মঙ্গলবার ও বুধবার যথাক্রমে বহুমেরুকেন্দ্রিকতা ও ফিলিস্তিন বিষয়ে ওই দু’টি আলোচনা অনুষ্ঠিত হবে।

বহুমেরুকেন্দ্রীক বিশ্বব্যাবস্থার গুরুত্ব তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক মেরুকেন্দ্রীক মার্কিন বিশ্বব্যবস্থা শুধু যে বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেনি তাই নয় সেইসঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো চরম অচলাবস্থার মুখে পড়েছে। তিনি এক্ষেত্রে গাজা উপত্যকার ওপর চলমান ইসরাইলি পাশবিকতার কথা তুলে ধরেন।

আলী বাকেরি কানি বলেন, গাজার চলমান গণহত্যা বন্ধ করার পথে আমেরিকা চরম প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।

বহু মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠাকে এ অবস্থার উত্তরণের একমাত্র উপায় বলে বর্ণনা করে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্য হিসেবে ইরান একটি বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৬