ধর্মতলায় একুশের সমাবেশ: উত্তর থেকে দলে দলে হাজির তৃণমূল কর্মীরা
https://parstoday.ir/bn/news/event-i139762
২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার উত্তরের জেলা থেকে রওনা দিয়েছিলেন কর্মীরা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ১৯, ২০২৪ ১৯:৩৮ Asia/Dhaka
  • ধর্মতলায় একুশের সমাবেশ: উত্তর থেকে দলে দলে হাজির তৃণমূল কর্মীরা

২১-এর সমাবেশ সফল করতে রাজ্যের প্রত্যেক জেলা থেকেই আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার উত্তরের জেলা থেকে রওনা দিয়েছিলেন কর্মীরা।

আজ (শুক্রবার) সকালে শিয়ালদহ স্টেশনে এসে পৌছলেন তাঁরা। যোগদানকারীদের সাহায্য করতে প্রত্যেক জেলার স্টেশন চত্বরে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। জেলার নেতা এবং কর্মীরা সকলেই একই ট্রেনে রওনা দিয়েছেন।

মালদহ থেকে দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের স্টেশনে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিল করে এসে তাঁরা ট্রেনে ওঠেন। কোচবিহার লোকসভা আসন জয়ের পরে, এবারে সেই জেলা থেকে প্রচুর কর্মী-সমর্থক আসবেন বলে আশাবাদী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব৷ দিনহাটার বামনহাট স্টেশন  থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা রওনা হয়েছিলেন৷ এছাড়াও নিউ কোচবিহার স্টেশন, সন্ধ্যায় পদাতিক এক্সপ্রেস ও সরাইঘাট এক্সপ্রেসেও কলকাতার পথে তৃণমূল কংগ্রেস কর্মীরা রওনা হয়েছিলেন বৃহস্পতিবার।#

সূত্র: নিউজ-১৮