ইরানি জাতি বিদেশি শত্রু ও তাদের ভাড়াটে এজেন্টদের কঠোর জবাব দিয়েছে: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/event-i156042-ইরানি_জাতি_বিদেশি_শত্রু_ও_তাদের_ভাড়াটে_এজেন্টদের_কঠোর_জবাব_দিয়েছে_পেজেশকিয়ান
সাম্প্রতিক দাঙ্গার বিরুদ্ধে দেশজুড়ে অনুষ্ঠিত সমাবেশে লাখ লাখ ইরানির 'মহাকাব্যিক' উপস্থিতির প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই বিপুল জনসমাগম বিদেশি শত্রুদের ও তাদের ভাড়াটে এজেন্টদের 'অশুভ পরিকল্পনা' নস্যাৎ করে দিয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৬ ১৬:৩৩ Asia/Dhaka
  • মাসুদ পেজেশকিয়ান
    মাসুদ পেজেশকিয়ান

সাম্প্রতিক দাঙ্গার বিরুদ্ধে দেশজুড়ে অনুষ্ঠিত সমাবেশে লাখ লাখ ইরানির 'মহাকাব্যিক' উপস্থিতির প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই বিপুল জনসমাগম বিদেশি শত্রুদের ও তাদের ভাড়াটে এজেন্টদের 'অশুভ পরিকল্পনা' নস্যাৎ করে দিয়েছে।

গতকালের (সোমবার) বিক্ষোভ-সমাবেশের পর জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান অস্থিরতা ও বিদেশি হস্তক্ষেপের মুখে জনগণের 'অটলতা ও দৃঢ় অবস্থান'-এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পেজেশকিয়ান এই সমাবেশকে 'অতুলনীয় সতর্কতা ও দায়িত্ববোধ'-এর নিদর্শন হিসেবে বর্ণনা করেন, যা 'নিপীড়ক শত্রু ও তাদের মদদপুষ্ট সন্ত্রাসীদের' বিরুদ্ধে ধর্মীয় ও জাতীয় আদর্শ রক্ষায় জনগণের দৃঢ় অবস্থানকে তুলে ধরে।

তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ অভিযোগ থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থ ও ভূখণ্ডের অখণ্ডতাই মিছিলে অংশগ্রহণকারীদের ঐক্যের মূল ভিত্তি ছিল।

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, সব প্রদেশজুড়ে প্রদর্শিত এই ঐক্য যুক্তরাষ্ট্র, তার মিত্ররা এবং ইসরায়েলি শাসনব্যবস্থার 'অপরাধমূলক তৎপরতা'-র বিরুদ্ধে এক দৃঢ় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এছাড়া, এই সমাবেশ সরকারের জন্য দেশের চ্যালেঞ্জগুলো ভেতর থেকেই মোকাবিলায় আরও দৃঢ় সংকল্প জুগিয়েছে।

শুধু তেহরানেই প্রায় ৩০ লাখ মানুষ অংশ নেন 

গতকাল দেশজুড়ে সকাল ৯টা থেকেই সমাবেশ শুরু হয়। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শুধু তেহরানেই প্রায় ৩০ লাখ মানুষ এতে অংশ নেয়।

বিক্ষোভকারীরা বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানিয়ে এবং ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড বহন করেন।

বিদেশ-সমর্থিত কয়েক দিনের দাঙ্গার প্রতিক্রিয়ায় এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময়ে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হন। সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।#

পার্সটুডে/এমএআর/১২