ইসরাইলি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা
(last modified Mon, 22 Jul 2024 08:04:19 GMT )
জুলাই ২২, ২০২৪ ১৪:০৪ Asia/Dhaka
  • ইসরাইলি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা

ইসরাইলের ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। গতকাল (রোববার) সকালে দখলিকৃত ফিলিস্তিনের বন্দর শহর উম আল রাশরাশে গুরুত্বপূর্ণ ইসরাইলি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইরাকের সন্ত্রাসবিরোধী  প্রতিরোধ সংগঠন।

ইরাকি প্রতিরোধ যোদ্ধারা তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেছে, গাজার সমর্থনে এবং সেখানে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে এসব অভিযান চালাচ্ছে। ইসরাইল-বিরোধী অব্যাহত হামলা আরও কঠোরতর করা হবে বলেও তারা ঐ বিবৃতিতে উল্লেখ করেছে।

বিগত মাসগুলোতে, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বন্দর নগরী হাইফা এবং ইলাতের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে বিশেষ করে বিমানবন্দর ও তেল শোধনাগারে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। এসব হামলায় তারা কামিকাজে ড্রোন এবং অত্যাধুনিক আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র  ব্যবহার করেছিল।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলা শুরুর পর থেকে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে ইসরাইল অভিমুখী জাহাজে ইয়েমেনের হুথিদের সাথে যৌথ অভিযান শুরু করে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো।

এদিকে, গতকাল (রোববার) ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুথি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদেরকে আঘাত করতে হুথি আগের চেয়ে অনেক বেশি সক্ষম।

আনসারুল্লাহ প্রধান জোর দিয়ে বলেছেন, গাজার সমর্থনে-ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের অভিযান বন্ধ করতে ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গাজায় গণহত্যা বন্ধ না হলে তাদের অভিযান আরও বিস্তৃত হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

৭ অক্টোবর ২০২৩ এ গাজায় ইসরালের বর্বরোচিত যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রামের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।#

পার্সটুডে/জিএআর/২২

ট্যাগ