সাগরে যৌথ মহড়া চালাল ইরান ও রাশিয়া
(last modified Mon, 22 Jul 2024 12:37:22 GMT )
জুলাই ২২, ২০২৪ ১৮:৩৭ Asia/Dhaka
  • মহড়া
    মহড়া

সাগরে নিরাপত্তা জোরদার ও উদ্ধার তৎপরতা বিষয় যৌথ মহড়া চালিয়েছে ইরান ও রাশিয়া। এই মহড়ায় আজারবাইজানসহ কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিল।

সাগর নিরাপত্তা বিষয়ক এই মহড়ার মুখপাত্র আব্বাস হাসানি বলেছেন, ইরানি নৌবাহিনীর উদ্যোগে ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা ও উদ্ধার বিষয়ক মহড়া-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার উদ্ধারকারী জাহাজের পাশাপাশি ইরানের বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ ও ডেস্ট্রয়ার এতে অংশ নেয়।

ইরান ও রাশিয়া এর আগেও এ ধরণের মহড়ার আয়োজন করেছে। ত্রাণ ও উদ্ধার এবং কৌশলগত ও জলদস্যুতা প্রতিরোধের পরিকল্পনাকে সামনে রেখে এ ধরণের মহড়ার আয়োজন করা হয়।

ইরান ও রাশিয়া- দু দেশই কাস্পিয়ান সাগরে বাইরের দেশের সামরিক উপস্থিতির বিরোধী। বলা হচ্ছে, রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়া নিশ্চিতভাবে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ও অপারেশনাল সহযোগিতা বাড়াবে। সাম্প্রতিক বছরগুলোতে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যকার সহযোগিতা অনেক গভীর হয়েছে। 

ইরান সব সময় বলে আসছে, কাস্পিয়ান সাগরে বাইরের কোনো শক্তির সেনা উপস্থিতি মেনে নেওয়া হবে না এবং কেউ যদি সেখানে উপস্থিতি ঘটানোর চেষ্টা করে তাহলে তা অবশ্যই প্রতিহত করা হবে। কাস্পিয়ান সাগর হচ্ছে শান্তি ও বন্ধুত্বের প্রতীক; এর তীরবর্তী দেশগুলোর এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করেই চলে।#

পার্সটুডে/এসএ/২২                      

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ