ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়ে
চলতি বছর কক্ষপথে আরো ৬ থেকে ৮টি কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইরান
চলতি ফার্সি বছরের শেষ নাগাদ ইরান ভূপৃষ্ঠের কক্ষপথে আরো ৬ থেকে ৮টি কৃত্রিম উপগ্রহ পাঠাবে বলে ঘোষণা করেছে। ২০২৪ সালের ২১ মার্চ চলতি ফার্সি বছর শুরু হয়েছে এবং তা চলবে ২০২৫ সালের ২০ মার্চ পর্যন্ত।
ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়ে আজ (বুধবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, গত তিন বছর ধরে ইরানের স্পেস এজেন্সির গুরুত্বপূর্ণ অবকাঠামো তৈরির কাজ শেষ করা হয়েছে।
এর মধ্যে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাবাহার স্পেস ঘাঁটির কাজ সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে চলতি ফার্সি ১৪০৩ সালের জন্য ইরানের স্পেস এজেন্সির পূর্ণাঙ্গ কর্মসূচি তুলে ধরেন সালারিয়ে। তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ চাহাবাহার স্পেস স্টেশনের প্রথম পর্যায় পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে।
তিনি বলেন, চলতি বছর যেসব উপগ্রহ কক্ষপথে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে কাওসার ও জাফর-২। এই দুটি কৃত্রিম উপগ্রহ ইরানের ভেতর থেকেই মহাকাশে পাঠানো হবে। এছাড়া, তোলু-৩ নামক আরেকটি উপগ্রহ একটি বিদেশি উৎক্ষেপকের সাহায্যে কক্ষপথে প্রেরণ করা হবে।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।