এখন যা বলছেন বাইডেন
‘দেশের ভবিষ্যৎ ঝুঁকির মুখে, গণতন্ত্রকে বাঁচাতে নির্বাচনী দৌড় থেকে সরে গিয়েছি’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নভেম্বরের নির্বাচন দেশের জন্য "একটি পরিবর্তনের বিন্দু" হবে। গত রোববার নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট বাইডেন গতকাল (বুধবার) প্রথম প্রকাশ্য ভাষণে একথা বলেন।
রোববার জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন যে, তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বরং তিনি তার স্থলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সমর্থন দেন।
গতকাল সন্ধ্যায় ওভাল অফিস থেকে দেয়া ভাষণে বাইডেন বলেন, তিনি ডেমোক্রেটিক পার্টিকে ঐক্যবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন প্রজন্মের কাছে তিনি ‘আলোর মশাল’ পৌঁছে দিতে চান।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমি এই অফিসকে শ্রদ্ধা করি, তবে আমি আমার দেশকে আরো বেশি ভালবাসি। আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট হিসেবে আমার রেকর্ড, বিশ্বে আমার নেতৃত্ব, আমেরিকার ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গি, সবকিছুই দ্বিতীয় মেয়াদের ওপর নির্ভর করে। কিন্তু আমাদের গণতন্ত্র রক্ষার পথে এগুলোর কোনো কিছুই বাধা হতে পারে না। এগুলো ব্যক্তিগত বিষয়।”
বাইডেন বলেন, “দেশের গণতন্ত্র ঝুঁকির মুখে। আমি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম তখনো এই অবস্থা ছিল।”
বাইডেন গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর কথা দাবি করলেও প্রকৃত ঘটনা হচ্ছে- তারই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের ব্যাপক চাপের মুখে তিনি সরে দাঁড়াতো বাধ্য হন। তবে শেষ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে টিকে থাকার চেষ্টা করেন।
গত রোববার বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। এরইমধ্যে কামালা হ্যারিস প্রচারাভিযান শুরু করেছেন। বিভিন্ন গণমাধমের খবরে বলা হচ্ছে- রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন হ্যারিস।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৫