শত্রুদেরকে ইরানের ক্ষতি করার অনুমতি দেয়া হবে না: সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/event-i139970
ইরানের সেনাবাহিনী ইসলামি প্রজাতন্ত্র রক্ষায় নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের কসম খাওয়া শত্রুরা যেন জেনে রাখে তাদেরকে ইরানের কোনো ক্ষতি করার অনুমতি দেয়া হবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ২৭, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • ৮ সালের ২৬ জুলাই ইরানের সেনাবাহিনীর চালানো অভিযানে ৪,৮০০ এমকেও সন্ত্রাসী নিহত হয়
    ৮ সালের ২৬ জুলাই ইরানের সেনাবাহিনীর চালানো অভিযানে ৪,৮০০ এমকেও সন্ত্রাসী নিহত হয়

ইরানের সেনাবাহিনী ইসলামি প্রজাতন্ত্র রক্ষায় নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের কসম খাওয়া শত্রুরা যেন জেনে রাখে তাদেরকে ইরানের কোনো ক্ষতি করার অনুমতি দেয়া হবে না।

ইরানের ইসলামি শাসনব্যবস্থাবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী এমকেও’র ইরানবিরোধী এক অভিযানের ৩৬তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে সেনাবাহিনী এ হুঁশিয়ারি উচ্চারণ করে।

১৯৮৮ সালের ২৬ জুলাই তৎকালীন ইরাক সরকারের পক্ষ নিয়ে এমকেও’র হাজার হাজার সন্ত্রাসী ইরান দখল করে নেয়ার উদ্দেশ্যে ইরাক থেকে ইরানে ঢুকে পড়ে। ইরানের সেনাবাহিনী এদেশের কেরমানশাহ প্রদেশের একটি মহাসড়কে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে ভয়াবহ অভিযান চালায় যার ফলে অন্তত ৪,৮০০ এমকেও সন্ত্রাসী নিহত হয়। এ সময় আরো শত শত সন্ত্রাসী আটক হয় এবং বাকিরা ইরাকে পালিয়ে যায়।

ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় এদেশের সামরিক সক্ষমতাকে আরো শক্তিশালী করা হবে। এতে বলা হয়, সেদিন এমকেও’র বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ হলে তারা ইরান দখল করে নিতে পারত।

বিবৃতিতে বলা হয়, এমকেও সন্ত্রাসীরা ভেবেছিল, ১৯৮০ সাল থেকে ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধের কারণে ইরান দুর্বল হয়ে গেছে। এ অবস্থায় ইরানে ঢুকে পড়তে পারলেই দেশটি দখল করে নেয়া যাবে। কিন্তু সন্ত্রাসী গোষ্ঠীকে সেদিন এমন শিক্ষা দেয়া হয় যে, এটি আর কখনও এমন বেপরোয়া হামলা চালানোর কথা কল্পনাও করেনি।

উল্লেখ্য, এমকেও’র সন্ত্রাসীরা ১৯৮৮ সালের পর কয়েক দশক পর্যন্ত ইরাকের আশ্রয়ে ছিল। পরবর্তীতে তাদেরকে ইরাক থেকে বহিষ্কার করা হয় এবং বর্তমানে তাদের একাংশ আলবেনিয়ায় বসবাস করছে। ইরানের ইসলামি সরকারের ক্ষতি করার জন্য আমেরিকা ও ইসরাইলসহ পশ্চিমা দেশগুলো এখনও এমকেও’কে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৭