অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১২ 
(last modified Sun, 28 Jul 2024 08:38:55 GMT )
জুলাই ২৮, ২০২৪ ১৪:৩৮ Asia/Dhaka
  • অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১২ 

ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামলার কথা অস্বীকার করলেও দখলদার সরকার হিজবুল্লাহকেই দায়ী করেছে।

গতকাল (শনিবার) গোলান মালভূমির মাজদাল শামস এলাকার একটি খেলার মাঠে ওই রকেট হামলা হয়। এতে অন্তত আরো এক ডজন মানুষ আহত হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

রাশিয়া টুডে জানিয়েছে, এরইমধ্যে ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। আল-জাজিরা জানিয়েছে লেবাননের উপকূলীয় তাইরে শহর এবং সীমান্তবর্তী কয়েকটি গ্রামে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরে ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বাহিনী হিজবুল্লাহর কয়েকটি অবস্থান লক্ষ্য করে গতরাতে হামলা চালিয়েছে। লেবাননের গভীর অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে এসব হামলা হয়েছে।

গোলান মালভূমিতে হামলার পর ইসরাইলের রাজনৈতিক নেতারা হিজবুল্লাহকে দায়ী করে একের পর এক কড়া বিবৃতি দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮