হানিয়ার হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না: মুসা আবু মারজুক
https://parstoday.ir/bn/news/event-i140130-হানিয়ার_হত্যাকাণ্ড_বিনা_জবাবে_পার_পাবে_না_মুসা_আবু_মারজুক
সংগঠনের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের বদলা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ (বুধবার) সকালে এক বিবৃতিতে সংগঠনটি এই অঙ্গীকার ব্যক্ত করে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ৩১, ২০২৪ ১১:১১ Asia/Dhaka
  • হানিয়ার হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না: মুসা আবু মারজুক

সংগঠনের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের বদলা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আজ (বুধবার) সকালে এক বিবৃতিতে সংগঠনটি এই অঙ্গীকার ব্যক্ত করে।  

হামাস বলেছে, “বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের গুপ্তহত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন। আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের শাহাদাতের ঘটনায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শোকাভিভূত। একইসাথে শোকাভিভূত আরব ও মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ।”

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেন, কাপুরুষোচিত এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না।

আজ সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ঘোষণা করেছে যে, তেহরানে যে ভবনে ইসমাইল আনিয়া অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হয়েছে। এই হামলায় হানিয়া এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। 

গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের রুখে দাঁড়াতে উজ্জীবিত করেছিলেন ইসমাইল হানিয়া। একইভাবে তিনি আগ্রাসন বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৩১