‘ইসরাইলের অপরাধযজ্ঞ তাদেরকে অবধারিত পতনের কাছাকাছি এনেছে’
https://parstoday.ir/bn/news/event-i140200-ইসরাইলের_অপরাধযজ্ঞ_তাদেরকে_অবধারিত_পতনের_কাছাকাছি_এনেছে’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেছেন, প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করা সহ ইহুদিবাদী ইসরাইলের অপরাধ বৃদ্ধি দখলদার সরকারকে অনিবার্য পতনের কাছাকাছি এনে দাঁড় করিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০২, ২০২৪ ১৯:১৭ Asia/Dhaka
  • ‘ইসরাইলের অপরাধযজ্ঞ তাদেরকে অবধারিত পতনের কাছাকাছি এনেছে’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি বলেছেন, প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করা সহ ইহুদিবাদী ইসরাইলের অপরাধ বৃদ্ধি দখলদার সরকারকে অনিবার্য পতনের কাছাকাছি এনে দাঁড় করিয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইয়েমেনের রাজধানী সানা থেকে সরাসরি সম্প্রচারিত একটি টেলিভিশন ভাষণে আবদুল মালিক আল-হুথি একথা বলেন। তিনি বলেন, “ইসরাইলি শত্রুরা মুসলিম বিশ্বের বিরুদ্ধে তাদের অপকর্ম বন্ধ করবে না। ফলে ইসরাইলের সাথে যুদ্ধ অনিবার্য কারণ এর একমাত্র লক্ষ্য মুসলিম উম্মাহ; মুসলমানদের বিরুদ্ধেই ইসরাইল আক্রমণাত্মক এবং অপরাধমূলক তৎপরতায় লিপ্ত। তিনি বলেন, দখলদার সরকারের "মৃত্যু নিশ্চিত"।

আনসারুল্লাহ আন্দোলনের প্রধান বলেন, তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যা করা হয়েছে আমেরিকা থেকে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিরে আসার পরে। সংঘাত বিস্তারের ক্ষেত্রে এটি মারাত্মক এক পদক্ষেপ। 

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলিদের অপরাধমূলক কর্মকাণ্ড একটি "শক্তিশালী" প্রতিরোধের মুখে পড়বে। হামাস নেতার হত্যাকাণ্ডকে আনসারুল্লাহ প্রধান আন্তর্জাতিক রীতিনীতি ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।

প্রতিরোধ আন্দোলনের সমস্ত নেতা ও কমান্ডারের শাহাদাতের ঘটনায় আবদুল মালিক আল-হুথি শোক ও সমবেদনা প্রকাশ করেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২