স্কুলে কমান্ড সেন্টার প্রতিষ্ঠার ইসরাইলি দাবি প্রত্যাখ্যান হামাসের
আবার গাজার স্কুলে ইসরাইলের পাশবিক হামলায় নিহত ১৫ ফিলিস্তিনি
-
গাজার খাদিজা স্কুলে ইসরাইলি হামলার পর ঘটনাস্থলে ফিলিস্তিনিরা
অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় গ্রহণকারী আরেকটি স্কুলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা। পাশবিক ওই হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, উপত্যকার গাজা সিটির হামামা স্কুলে শনিবার বোমা হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
এটি আরো জানিয়েছে, স্কুলটিতে যারা আশ্রয় নিয়েছিলেন তারা বহু আগে তাদের ঘরবাড়ি হারিয়েছেন এবং এরপর তারা চতুর্থ কিংবা পঞ্চমবারের মতো জায়গা পরিবর্তন করে এখানে এসেছিলেন। ইসরাইলি সেনারা গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার অধিবাসীদেরকে এক স্থান থেকে আরেক স্থানে বিতাড়িত করে যাচ্ছে বর্ণবাদী ইসরাইলি সেনারা।
ইহুদিবাদী সেনারা গাজা সিটির স্কুলে বোমাবর্ষণের খবর স্বীকার করলেও দাবি করেছে, স্কুলটিতে হামাসের কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার ছিল। তবে হামাস শুরু থেকেই জনবহুল স্থানে কোনো কমান্ড সেন্টার স্থাপনের ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে এসেছে।
এর আগে শনিবারই গাজার উপত্যকার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরথার্থী শিবিরের একটি বাড়িতে হামলা চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করে দখলদার ইসরাইলি সেনারা। এছাড়া, একই দিন গাজার খান ইউনিসের কাছে আলাদা হামলায় তিন নারী ও এক শিশুসহ পাঁচ ফিলিস্তিনি ইসরাইলি হামলায় নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত এই উপত্যকায় দখলদার সেনাদের হামলায় ৩৯,৫৫০ ফিলিস্তিনি শহীদ ও ৯১,২৮০ জন আহত হয়েছে। শুধুমাত্র গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৭০ ফিলিস্তিনি। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/৩