দখলদারদের মোকাবেলায় লেবাননকে সমর্থন দিল মিশর
https://parstoday.ir/bn/news/event-i140244-দখলদারদের_মোকাবেলায়_লেবাননকে_সমর্থন_দিল_মিশর
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধের হুমকি মোকাবেলায় লেবাননের প্রতি সমর্থন দিয়েছে মিশর। গতকাল (শনিবার) লেবাননের পররাষ্ট্রন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সাথে ফোনালাপে এই সমর্থন ঘোষণা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল লাত্তি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৪, ২০২৪ ১২:০৫ Asia/Dhaka
  • মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল লাত্তি
    মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল লাত্তি

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধের হুমকি মোকাবেলায় লেবাননের প্রতি সমর্থন দিয়েছে মিশর। গতকাল (শনিবার) লেবাননের পররাষ্ট্রন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সাথে ফোনালাপে এই সমর্থন ঘোষণা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুল লাত্তি।

ইহুদিবাদী ইসরাইল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যখন সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা জোরদার হয়েছে তখন মিশরের পক্ষ থেকে এই সমর্থন ঘোষণা করা হলো।

মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টের বিপজ্জনক ঝুঁকি বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত ৩০ জুলাই এই শীর্ষ কূটনীতিক জানিয়েছিলেন, চলমান উত্তেজনাকর পরিস্থিতি শান্ত করার জন্য দুই পক্ষের সাথেই মিশর যোগাযোগ প্রতিষ্ঠা করেছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে টেলিফোন আলাপে একথা জানিয়েছিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী।

গত ২৭ জুলাই ইসরাইল অধিকৃত গোলান মালভূমির দ্রুজ জনগোষ্ঠী অধ্যুষিত মাজদাল শামস শহরে এক রকেট হামলায় ১২টি শিশু-কিশোর নিহত হয়। এ ঘটনার জন্য হিজবুল্লাহকে দায়ী করছে ইহুদিবাদী ইসরাইল। তবে এই অভিযোগ জোরালো ভাষায় নাকচ করেছে হিজবুল্লাহ। সংগঠনটি বলছে, দখলদার বাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাজদাল শামসের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৪