ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে ৩ শিশুসহ নিহত ৫
-
এই গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় এক পিতা ও তার তিন সন্তান নিহত হয়
লেবাননের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৩০৮-এ পৌঁছেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, গতকাল (রোববার) দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেন্ত জবেইল শহরে একটি ইসরায়েলি ড্রোন দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। একটি ক্ষেপণাস্ত্র মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে, অপরটি ছয়জনের একটি পরিবার বহনকারী গাড়িকে আঘাত করে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মোটরসাইকেল চালক নিহত হন, তবে গাড়িতে থাকা তার স্ত্রী এবং তার মেয়ে বেঁচে যান।
লেবানন সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানা যায়, ড্রোন হামলায় মোটরসাইকেল চালক হিজবুল্লাহ সদস্য মোহাম্মদ ম্রুয়েহ।
গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলার অন্যান্য নিহতরা হলেন- 'শাদি সোবহি শারারা' এবং তার তিন সন্তান। তারা বিনত জবেইলের বাসিন্দা ছিলেন এবং সৌর জেলার হোশ অঞ্চলে বসবাস করছিলেন।
লেবাননের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রবিবারের হত্যাকাণ্ড নিন্দা জানিয়ে বলেছেন, “আমরা যখন নিউ ইয়র্কে শান্তি ও মানবাধিকারের বিষয় আলোচনা করছি, ইসরায়েল তখনও আন্তর্জাতিক রেজল্যুশন এবং বিশেষ করে সীমানা স্থিরতা চুক্তি লঙ্ঘন করছে।”
তিনি আরও বলেন, “নিউ ইয়র্ক থেকে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি, যারা জাতিসংঘের সভাকক্ষে উপস্থিত, তারা নভেম্বরে ২০২৪ সালের ২৭ তারিখের চুক্তি লঙ্ঘন বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা করবে। এছাড়া ইসরায়েলকে লেবানন থেকে সরে যেতে চাপ দিতে হবে।”
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক পোস্টে এই হামলাকে “নিরীহ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত যুদ্ধাপরাধ” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “সীমানা শান্তিচুক্তির গ্যারান্টি প্রদানকারী দেশগুলোকে ইসরায়েলের ওপর তীব্র চাপ প্রয়োগ করতে হবে যেন তারা অবিলম্বে আক্রমণ বন্ধ করে, দখলকৃত লেবানন অঞ্চল ত্যাগ করে এবং বন্দিদের মুক্তি দেয়।”
প্রায় ১৪ মাসের যুদ্ধে বিশাল ক্ষতি ও লক্ষ্য অর্জনে ব্যর্থতার পর ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে চুক্তিতে বাধ্য হয়। চুক্তি কার্যকর হয় ২০২৪ সালে ২৭ নভেম্বর থেকে। তবে এরপরও ইসরায়েল লেবাননের ওপর আকাশ হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করছে। ইসরায়েল দক্ষিণ লেবাননের লাব্বুনে, মাউন্ট ব্লাত, উওয়াইদা হিল, আজিয়্যাহ এবং হামামিস হিল-সহ পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে রেখেছে। #
পার্সটুডে/এমএআর/২২