নতুন অভিযান: মার্কিন গোয়েন্দা ড্রোন গুলি করে নামাল ইয়েমেন
(last modified Mon, 05 Aug 2024 03:35:06 GMT )
আগস্ট ০৫, ২০২৪ ০৯:৩৫ Asia/Dhaka
  • গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে
    গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে

নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে নতুন অভিযানের কথা ঘোষণা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী। এটি বলেছে, তারা ইয়েমেনের আকাশসীমায় একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের আকাশে গোয়েন্দা মিশন পরিচালনার সময় একটি অত্যাধুনিক মার্কিন এককিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

তিনি বলেন, এই নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সেনাবাহিনী একই ধরনের সাতটি মার্কিন ড্রোন ভূপাতিত করল।  মার্কিন বাহিনী এর আগে দাবি করত, তাদের এমকিউ-৯ ড্রোন কোনো রাডার ব্যবস্থায় ধরা পড়ে না এবং তা ভূপাতিত করা সম্ভব নয়।

গত বছরের অক্টোবরে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করার পর নভেম্বর মাস থেকে গাজার সমর্থনে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের সেনাবাহিনী।

ইয়াহিয়া সারি রোববার এডেন সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর কথাও ঘোষণা করেছেন। তিনি বলেন, এডেন সাগরে ‘গ্রোটন’ নামক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এটি জাহাজটিতে সরাসরি আঘাত হানে। জাহাজটি ইসরাইলি বন্দরের দিকে যাচ্ছিল বলে এটিতে হামলা চালানো হয়।

ইয়েমেনের সেনাবাহিনী এর আগে ঘোষণা দিয়েছে, যতদিন গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিকতা অব্যাহত থাকবে ততদিন গাজাবাসী সমর্থনে তাদের অভিযানও চলতে থাকবে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।