প্রায় দশ হাজার ফিলিস্তিনি বন্দীকে ভয়ঙ্কর অবস্থায় রাখা হয়েছে
ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জনসংখ্যা প্রায় দশ হাজারে পৌঁছেছে, যেখানে তারা ভয়ানক পরিস্থিতিতে দিনাতিপাত করছে।
আমাদের সংবাদদাতা বলছেন, আইনি প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৯০০ জনে। এদের মধ্যে ৩৪৩২ জন হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, ২৫০টি শিশু এবং ৮৬ জন নারীও রয়েছে।
আটক ফিলিস্তিনিরা গ্রেপ্তারের সময় মারধর, জুলুম নির্যাতন ও ধর্ষণেরও শিকার হয়।
বন্দি ও কারাগার থেকে ছাড়া পাওয়াদের বিষয়ক কমিটি, বন্দি ও মানবাধিকার সুরক্ষার জন্য "জামির" ইনস্টিটিউট এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাবের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা থেকে আটক ১৫৮৪ জন ফিলিস্তিনি বন্দিকে "অবৈধ যোদ্ধা" হিসাবে তালিকাভুক্ত করেছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত পুরুষ ও মহিলা মিলে ৯৩ জন সাংবাদিক গ্রেফতার হয়, তাদের মধ্যে ৬ জন নারীসহ ৫৫ জন এখনও আটক রয়েছে এবং এদের মধ্যে ১৬ জন গাজার সাংবাদিক।
এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাজায় গণহত্যা শুরুর পর ইসরাইল ৭৫০০ জনের বিরুদ্ধে প্রশাসনিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যার অর্থ কোনও অভিযোগপত্র জারি ছাড়াই ছয় মাস পর্যন্ত আটক রাখা যাবে এবং এর মেয়াদ নবায়নযোগ্য। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।