রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করাই ইরানের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার: পেজেশকিয়ান 
https://parstoday.ir/bn/news/event-i140312-রাশিয়ার_সঙ্গে_সম্পর্ক_জোরদার_করাই_ইরানের_পররাষ্ট্রনীতির_অগ্রাধিকার_পেজেশকিয়ান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র এবং মস্কোর সাথে সম্পর্ক বিস্তার করাকে তেহরান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৬, ২০২৪ ১২:৩৯ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু তেহরানে বৈঠক করেন।
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু তেহরানে বৈঠক করেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র এবং মস্কোর সাথে সম্পর্ক বিস্তার করাকে তেহরান পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে। 

গতকাল (সোমবার) ইরান সফরত রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সাথে বৈঠকে এসব কথা বলেছেন মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে তিনি উল্লেখ করেন, ইরানের চ্যালেঞ্জিং সময়ে রাশিয়া দৃঢ়ভাবে পাশে থেকেছে; এখন প্রয়োজন দু'দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। 

পেজেশকিয়ান বলেন, আমরা বিশ্বাস করি আমেরিকার একাধিপত্ববাদের যুগ শেষ হয়েছে। ইরান এবং রাশিয়ার মধ্যকার সহযোগিতা এখন বাড়াতে হবে যাতে নিশ্চিতভাবে বহুপাক্ষিক বিশ্ব গঠন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায়। 

বৈঠকে পেজেশকিয়ান সুস্পষ্ট করে বলেন, ইরানের মাটিতে যে আগ্রাসন চালানো হয়েছে তা বিনা জবাবে পার পাবে না। তিনি বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইন-কানুনের চরম লঙ্ঘন। 

তিনি আরো বলেন, ইরান মধ্যপ্রাচ্যে কোনমতেই যুদ্ধ চায় না এবং যুদ্ধের বিস্তার ঘটনার কোনো সুযোগ নেই কিন্তু ইহুদিবাদী ইসরাইল যে অপরাধ করেছে তার জবাব অবশ্যই তাদেরকে পেতে হবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`