আগস্ট ০৬, ২০২৪ ১৩:০৪ Asia/Dhaka
  • ‘মধ্যপ্রাচ্যে আগ্রাসন জোরদার করার ক্ষেত্রে ইসরাইলকে অক্ষম করা উচিত’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যাতে মধ্যপ্রাচ্যে আগ্রাসন জোরদার করতে না পারে সেজন্য তাকে অক্ষম করা উচিত। গতকাল (সোমবার) হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সাথে এক ফোনালাপে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

ফোনালাপে আলী বাকেরি কানি তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল এই ঘটনার মধ্যদিয়ে দেশের সার্বভৌমত্ব লংঘন করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করেছে। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছেফলে এই অঞ্চলে অস্থিতিশীলতার মূল উৎস দখলদার ইসরাইলকে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর বিষয়ে অক্ষম করে তোলা উচিত। 

ফোনালাপে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষভাবে তিনি লেবানন পরিস্থিতির কথা তুলে ধরেন। সিজার্তো বলেন, মধ্যপ্রাচ্যের বিরাজমান উত্তেজনা যাতে আর না বাড়তে পারে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সাধ্যমত পদক্ষেপ নেয়া জরুরি#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।`

 

 

ট্যাগ