সন্ত্রাসবাদী আগ্রাসনের জন্য ইসরাইলকে অনুতপ্ত করবে ইরান 
https://parstoday.ir/bn/news/event-i140378
জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন বলেছে, তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আগ্রাসন এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে অনুতপ্ত করতে চায় ইরান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০৮, ২০২৪ ১৩:৪৫ Asia/Dhaka
  • সন্ত্রাসবাদী আগ্রাসনের জন্য ইসরাইলকে অনুতপ্ত করবে ইরান 

জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী মিশন বলেছে, তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী আগ্রাসন এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে গুপ্তহত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলকে অনুতপ্ত করতে চায় ইরান।

ইহুদিবাদী ইসরাইলের সাথে হামাসের যুদ্ধবিরতির চুক্তি আসন্ন এবং এই চুক্তির পর ইরান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকবে কিনা -এমন প্রশ্নের জবাবে স্থায়ী মিশন এই ঘোষণা দিয়েছে। মিশন বলেছে, তারা একই সাথে দুটি অগ্রাধিকারকে সামনে রেখে কাজ করছে। 

ইরান প্রথমত চাইছে গাজা উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং দখলদারের সম্পূর্ণ প্রত্যাহার। দ্বিতীয়ত, ইরান হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্তহত্যার জন্য আগ্রাসী ইসরাইলকে শাস্তি দিতে চায়। 

একই ধরনের কথা বলেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি গতকাল বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরাইলের এই অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় পাল্টা হামলা চালানো ছাড়া ইরানের সামনে বিকল্প নেই।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।