সংস্কৃতি ও পরিবেশ থেকে আন্তর্জাতিক কূটনীতি: বহুপাক্ষিকতার পথে বিশ্ব
-
জাতিসংঘের কাছে রাশিয়ার জলবায়ু লক্ষ্যমাত্রা উপস্থাপন
পার্সটুডে-নয়া উদ্ভাবনী পদক্ষেপে চীনের সিনেমাগুলো বিজ্ঞানের শ্রেণীকক্ষে পরিণত হচ্ছে।
চীনে সিনেমার মাধ্যমে জাতীয় জ্ঞান-বিজ্ঞান শিক্ষা পরিকল্পনার সূচনা এবং মালয়েশিয়ায় একটি নতুন জীবমণ্ডল সংরক্ষণাগার নিবন্ধন, রাশিয়ার জলবায়ু সংক্রান্ত লক্ষ্য উপস্থাপন এবং ভালদাই শীর্ষ সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি পুতিনের নতুন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উন্নয়নের ওপর জোর দেওয়া, গত সপ্তায় ব্রিকস গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন ছিল। পার্সটুডের এই সংবাদ প্যাকেজে আমরা ব্রিকস টিভির উদ্ধৃতি দিয়ে সেসব বিষয়ে অবহিত হবার চেষ্টা করবো:
চীন: সিনেমার পর্দার মাধ্যমে বিজ্ঞান শিক্ষা
চীন সরকার দেশব্যাপী একটি পরিকল্পনা উন্মোচন করে বিজ্ঞান শিক্ষা প্রচারের জন্য "সিনেমা" কে সৃজনশীল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। চীন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ওই প্রদর্শনীর লক্ষ্য হলো জটিল বৈজ্ঞানিক ধারণাগুলোকে আকর্ষণীয় এবং সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা। এই প্রকল্পটি দেশজুড়ে পর্যবেক্ষণাগার, নভো-থিয়েটার এবং বিশাল পর্দার জন্য উচ্চমানের বৈজ্ঞানিক প্রযোজনা প্রদান করবে। এর ফলে জটিল বৈজ্ঞানিক বিষয়ও চিত্তাকর্ষক এবং শিক্ষামূলক অভিজ্ঞতা সহজভাবে দৃশ্যমান করবে। প্রকল্পের মূল লক্ষ্য মহাকাশ অনুসন্ধান এবং প্রযুক্তিগত উদ্ভাবন। চীনা কর্মকর্তারা এটিকে "শিল্প" এবং "শিক্ষা"র একীভুতকরণ বা সমন্বয় প্রক্রিয়ার একটি বড় রকমের পদক্ষেপ এবং বিজ্ঞান সম্পর্কে জনসাধারণের বোধগম্যতা বৃদ্ধি ও জাতীয় উদ্ভাবন প্রচারের জন্য চীনের প্রতিশ্রুতির একটি প্রদর্শনী হিসেবে দেখছেন।
মালয়েশিয়া: প্রাকৃতিক সম্পদের বিশ্ব নিবন্ধন
জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) মালয়েশিয়ার সাবাহ রাজ্যের কিনাবাতাঙ্গান নদীকে দেশের নতুন জীবমণ্ডল সংরক্ষণাগার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ৪১৩,০০০ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত, এই অঞ্চলটি বোর্নিয়ান ওরাঙ্গুটান, পিগমি হাতি এবং সূর্য ভালুকসহ শত শত বিরল এবং বিপন্ন প্রজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। এই সংরক্ষণাগারে ৩১৫টি পাখির প্রজাতি, ১২৭টি স্তন্যপায়ী প্রাণী এবং ১,০০০টিরও বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে। মালয়েশিয়ার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এই স্বীকৃতিকে জীববৈচিত্র্য রক্ষায় রাজ্য সরকার এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতিশ্রুতির প্রমাণ বলে অভিহিত করেছে। এই নিবন্ধনের মাধ্যমে, মালয়েশিয়া ক্রাকার, তাসিক চিন এবং টেপে পেনাং-এর পরে চতুর্থ ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে উঠেছে।
রাশিয়া: জলবায়ু প্রতিশ্রুতি উন্নীতকরণ
রাশিয়া জাতিসংঘে তার আপডেট করা জলবায়ু লক্ষ্যমাত্রা জমা দিয়েছে। সে অনুযায়ী, মস্কো ২০৩৫ সালের মধ্যে ১৯৯০ সালের তুলনায় ৬৫-৬৭% গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই লক্ষ্য পূর্ববর্তী প্রতিশ্রুতির (২০৩০ সালের মধ্যে ৭০% হ্রাস) চেয়ে বেশি উচ্চাভিলাষী এবং বন ও ইকো-সিস্টেমের সর্বাধিক শোষণ ক্ষমতা বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে পরিকল্পনাটি জলবায়ু দায়িত্বের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও একত্রিত করার এবং কম-কার্বন প্রযুক্তিতে বৈষম্যহীন অ্যাক্সেসের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। প্রোগ্রামটি জাতীয় জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থা থেকে তথ্যও ব্যবহার করে।
নতুন প্রতিষ্ঠানে কূটনীতির নতুন যুগ: পুতিন
ভালদাই ডায়ালগ ক্লাবের ২২তম সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন যে ব্রিকস সম্প্রদায় এবং সাংহাই সহযোগিতা সংস্থার সম্প্রসারণ "একবিংশ শতাব্দীর কূটনীতির চেতনায়" ঘটছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাধারণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে পুতিন বলেন: এ সমস্ত নতুন কাঠামো কোনও প্রভাবশালী শক্তির ওপর নির্ভরতার নীতিতে কাজ করে না। তারা কারও বিরুদ্ধে নয়; তারা নিজেদের জন্য।" রাশিয়ার প্রেসিডেন্ট ব্রিকস-এর ন্যূনতম ঝুঁকিসহ একটি "নতুন বিনিয়োগ প্ল্যাটফর্ম" তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছেন। ওই পরিকল্পনা প্রথমে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান বাজারে চালু করা হবে। বিশ্বব্যাপী জিডিপিতে ব্রিকসের ৪০ শতাংশ অংশের কথা উল্লেখ করে পুতিন এই উন্নয়ন প্রক্রিয়ায় রাশিয়ার একীভূত হওয়ার আগ্রহের ওপর জোর দিয়েছে।#
পার্সটুডে/এনএম/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।