ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬২ আরোহী নিহত
https://parstoday.ir/bn/news/event-i140444-ব্রাজিলে_বিমান_বিধ্বস্ত_হয়ে_৬২_আরোহী_নিহত
ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৮ জন যাত্রী এবং চার জন ক্রু। গতকাল (শুক্রবার) সাও পাওলো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ব্রাজিলের ভোয়েপাস এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাচ্ছিল। পথে ভিনহেদো এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১০, ২০২৪ ১২:২৯ Asia/Dhaka
  • ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬২ আরোহী নিহত

ব্রাজিলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৮ জন যাত্রী এবং চার জন ক্রু। গতকাল (শুক্রবার) সাও পাওলো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ব্রাজিলের ভোয়েপাস এয়ারলাইন্স জানিয়েছে, উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাও পাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাচ্ছিল। পথে ভিনহেদো এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজে ৫৭ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। তাদের কেউ বেঁচে নেই বলে স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে। ব্রাজিলের গ্লোবোনিউজ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, উড়োজাহাজটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। একটি বড় জায়গাজুড়ে আগুন ধরে যায় এবং ঘরবাড়ি থাকা এলাকায় উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া ওড়ার ছবি প্রচার করেছে তারা।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা একটি অনুষ্ঠানে বক্তৃতাকালে উড়োজাহাজ বিধ্বস্তের খবর পান এবং সেকানে তিনি নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০