হামাস নেতা হানিয়াকে হত্যা
আগ্রাসনের জন্য ইসরাইলকে চূড়ান্ত মূল্য দিতে হবে: ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডসহ ইহুদিবাদী ইসরাইলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান যার কারণে ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিবের সাথে গতকাল (শনিবার) সন্ধ্যায় এক টেলিফোন আলাপে আলী বাকেরি এই ঘোষণা দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা এবং লেবাননে আগ্রাসন ও ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে দখলদার ইসরাইল।
তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে ইরান নিপীড়ক ইসরাইল সরকারকে আন্তর্জাতিক আইন-কানুন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের জন্য চূড়ান্তভাবে মূল্য দিতে বাধ্য করবে তেহরান।
ফোনালাপে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী লাহবিব মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "ব্রাসেলস এই অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে চিন্তিত কারণ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণের অভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে।#"
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১১