শেখ হাসিনার সঙ্গে কথোপকথন: বরগুনার সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
https://parstoday.ir/bn/news/event-i140594-শেখ_হাসিনার_সঙ্গে_কথোপকথন_বরগুনার_সেই_আওয়ামী_লীগ_নেতা_গ্রেফতার
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৪, ২০২৪ ১১:৪৯ Asia/Dhaka
  • শেখ হাসিনা ও মো. জাহাঙ্গীর কবির
    শেখ হাসিনা ও মো. জাহাঙ্গীর কবির

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বুধবার) ভোরে বরগুনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এ কে এম মিজানুর রহমান জানিয়েছেন, "ঢাকা থেকে একটি পুলিশের একটি টিম এসে তাকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণটি আমি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারছি না।"

এর আগে, গত সোমবার (১২ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। তিন মিনিটের ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবীরকে দলীয় বেশকিছু নির্দেশনা দেয়ার পাশাপাশি ১৫ আগস্ট শোক দিবসকে যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করার নির্দেশনা দেন। এ সময় শেখ হাসিনাকে দলীয় নেতাকর্মীদের প্রতি আস্থা রাখতে অনুরোধ করেন জাহাঙ্গীর কবির। এমনকি তাকে দেশে ফিরিয়ে আনতে সব কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা জানান।

জাহাঙ্গীর কবীর শেখ হাসিনাকে বলেন, "আপা আপনি ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই। আমরা শক্ত আছি।"

এ সময় শেখ হাসিনা বলেন, "আমি ঘাবড়াবো কেন। আমি ভয় পাইনি। আপনারা দেখছেন, আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে। আমাদের কর্মীদের মেরেছে। বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।"

তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়।#

পার্সটুডে/এমএআর/১৪