ইসরাইলকে আরো ২,০০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে মার্কিন সরকার
https://parstoday.ir/bn/news/event-i140596-ইসরাইলকে_আরো_২_০০০_কোটি_ডলারের_অস্ত্র_দিচ্ছে_মার্কিন_সরকার
ইহুদিবাদী ইসরাইলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। ইসরাইল যখন গাজায় বেসামরিক জনগণের ওপর দশ মাস ধরে গণহত্যা চালাচ্ছে তখন এই বিপুল অর্থের অস্ত্র দেয়ার পদক্ষেপ নিল আমেরিকা। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৪, ২০২৪ ১২:১২ Asia/Dhaka
  • এফ-ফিফটিন জঙ্গিবিমান
    এফ-ফিফটিন জঙ্গিবিমান

ইহুদিবাদী ইসরাইলকে আরো দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। ইসরাইল যখন গাজায় বেসামরিক জনগণের ওপর দশ মাস ধরে গণহত্যা চালাচ্ছে তখন এই বিপুল অর্থের অস্ত্র দেয়ার পদক্ষেপ নিল আমেরিকা। 

গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে জানিয়েছে, ইসরাইলের কাছে তারা ৫০টি এফ-ফিফটিন জঙ্গিবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ৫০টি জঙ্গিবিমান কিনতে ইসরাইলকে প্রায় এক হাজার ৯০০ কোটি ডলার খরচ করতে হবে। 

এছাড়া, এই অস্ত্র চালানের মধ্যে ইসরাইলকে ৩৩ হাজার ট্যাংকের গোলা এবং ৫০ হাজারের মতো মর্টারের গোলা সরবরাহ করা হবে। পেন্টাগনের তথ্য মতে এ সমস্ত অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র অত্যন্ত দ্রুত গতিতে ইসরাইলে পাঠানো হবে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে একটি নোটিশ পাঠিয়েছে এবং তাতে বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ; আত্মরক্ষার ক্ষেত্রে ইসরাইলকে শক্তিশালী করে তোলা আমেরিকার স্বার্থেই প্রয়োজন। 

গাজা যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার কথা বলে আসছে। পাশাপাশি তারা খুব শিগগিরই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে। অথচ ইসরাইলকে এখন বিপুল অংকের অস্ত্র দেয়ার পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্য ও গাজা বিষয়ে আমেরিকার দ্বৈত নীতি আবারো নতুন করে ফুটে উঠলো।#

পার্সটুডে/এসআইবি/‌এমএআর/১৪