সার্বিয়া কখনো রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করবে না 
(last modified Fri, 16 Aug 2024 11:44:44 GMT )
আগস্ট ১৬, ২০২৪ ১৭:৪৪ Asia/Dhaka
  • সার্বিয়া কখনো রাশিয়ার বিরুদ্ধে অবরোধ আরোপ করবে না 

সার্বিয়ার আন্তর্জাতিক অর্থনীতি সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিনাদ পপোভিচ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ব্যাপক চাপ সত্বেও তার দেশ কখনো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে না।

পপোভিচ স্পষ্ট করে বলেন, ব্রাসেলস দাবি করেছে যে, বেলগ্রেড যদি ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় তবে মস্কোর প্রতি এই জোটের নীতি কী তার ইঙ্গিত বোঝা উচিত। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত শুরু হওয়ার পর সার্বিয়া সরকার বলেছিল, যদিও তারা ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে তবে দুটি স্লাভ জাতির মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তারা রাশিয়ার ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করবে না।

গতকাল (বৃহস্পতিবার) দিনের প্রথম ভাগে প্রকাশিত রাশিয়ার গণমাধ্যম ভেদোমোস্তির সাথে এক সাক্ষাৎকারে পপোভিচ বলেন, সার্বিয়া একটি বহুমুখী বৈদেশিক নীতি অনুসরণের মাধ্যমে ইউরোপ, এশিয়া এবং মুসলিম বিশ্বের সাথে সম্পর্কের উন্নয়ন করে। একই সময়ে, ইউরোপীয় ইউনিয়নে যোগদান বেলগ্রেডের বিষয়ে অগ্রাধিকার রয়েছে। তবে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র বা প্রার্থী রাষ্ট্র সার্বিয়াকে ঘিরে রেখেছে সে বিষয়টিও বেলগ্রেড বিবেচনা করে। 

পপোভিচ বলেন, অন্য দেশগুলোকে ইইউ যেভাবে মূল্যায়ন করে, সার্বিয়াকে সেভাবে মূল্যায়ন করে না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৬

ট্যাগ