১০ বছর পর নির্বাচন হতে চলেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে
(last modified Sat, 17 Aug 2024 06:04:29 GMT )
আগস্ট ১৭, ২০২৪ ১২:০৪ Asia/Dhaka
  • ১০ বছর পর নির্বাচন হতে চলেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ২০১৪ সালের পর ঠিক এক দশক পেরিয়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। 

জম্মু-কাশ্মীরে মোট আসন সংখ্যা ১১৪টি হলেও ভোট গ্রহণ করা হবে ৯০টিতে। বাকি ২৪টি আসন রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেন, এবার কাশ্মীরে ভোট হবে ৩ দফায়। ভোটগ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ভোটের ফল ঘোষণা হবে ৪ অক্টোবর।

১৯ আগস্ট শেষ হচ্ছে অমরনাথ যাত্রা। ২০ তারিখেই ঘোষিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

রাজ্যে মোট ভোটারের সংখ্যা হলো ৮৭ লাখ নয় হাজার। পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা মোটামুটি সমান। প্রথমবারের ভোটার হয়েছেন ৩ লাখ ৭১ হাজার। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে- তরুণ ভোটার ২০ লাখের মতো।

এক দশকের ব্যবধানে পূর্ণ রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে কাশ্মীর। নরেন্দ্র মোদির সরকার ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে। সাবেক জম্মু-কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত দুটি অঞ্চল- জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল।  তিন বছর আগে রাজনৈতিক অচলাবস্থার কারণে ভেঙে দেয়া হয় বিধানসভা। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা ভোট হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ