চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি
আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় পরমাণু হুমকি
চীন বলেছে, আমেরিকা সারা বিশ্বের সবচেয়ে বড় পরমাণু হুমকি। এই অস্ত্রের মাধ্যমে ওয়াশিংটন বিশ্ববাসীকে ভীত সন্ত্রস্ত করে তোলার চেষ্টা করছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ জিয়াওগ্যাং গতকাল (শুক্রবার) এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেছেন। তিনি বলেন, পরমাণু অস্ত্রের সাহায্যে ভীতি ছড়িয়ে বিশ্বে বলদর্পিতা রক্ষা করার বিষয়ে আমেরিকা যে দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছে তার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বেইজিং।
ইন্দো-প্যাসিফিক কমান্ডের অধীনে জাপানকে একটি যৌথ বাহিনীর সদর দফতরে উন্নীত করার বিষয়ে পেন্টাগনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই কড়া বিবৃতি দিল চীন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জুলাই মাসের শেষ দিকে আমেরিকা ও জাপানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতি প্রধানদের বৈঠকের পর জাপানে সদর দপ্তর প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সে সময় এই ঘটনাকে ৭০ বছরের মধ্যে জাপানের সাথে আমারিকার সামরিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর অন্যতম বলে প্রশংসা করেছিলেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৭