‘হুদাইদা নগরীতে ইসরাইলের ‘ঘৃণ্য’ হামলার অবশ্যই জবাব দেয়া হবে’
https://parstoday.ir/bn/news/event-i140794-হুদাইদা_নগরীতে_ইসরাইলের_ঘৃণ্য’_হামলার_অবশ্যই_জবাব_দেয়া_হবে’
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের বলেছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হুদাইদার ওপর ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী অবশ্যই তার জবাব দেবে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২০, ২০২৪ ১২:১৬ Asia/Dhaka
  • হুদাইদা বন্দরে ইসরাইলের হামলা
    হুদাইদা বন্দরে ইসরাইলের হামলা

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী জামাল আহমেদ আলী আমের বলেছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হুদাইদার ওপর ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী অবশ্যই তার জবাব দেবে। 

তিনি বলেন, "দখলদার ইসরাইল সরকারের আগ্রাসনের জবাব এবং এই জবাবের কৌশলগুলো এমন বিষয় যা নিয়ে আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি এবং ইয়েমেনের সেনাবাহিনী কেবলমাত্র সিদ্ধান্ত নিতে পারে।"

জামাল আমের বলেন, "হুদাইদা শহরের বর্বর ও নৃশংস ইসরাইলি হামলার প্রতিশোধ সম্ভাব্য যেকোনো উপায়ে নেয়া হবে।" ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলের তথ্য অনুসারে, গত ২০ জুলাই ইসরাইলি হামলাটি হুদাইদা নগরীর তেল সংরক্ষণ স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত হয়।

ইসরাইলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত ও ৮৭ জন আহত হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ হুদাইদা হামলার জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এই কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, "শত্রুর বিরুদ্ধে কার্যকর প্রতিক্রিয়া ছাড়া এই আগ্রাসন পার পাবে না।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২০