আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করলেন প্রেসিডেন্ট সিসি
(last modified Wed, 21 Aug 2024 07:08:15 GMT )
আগস্ট ২১, ২০২৪ ১৩:০৮ Asia/Dhaka
  • আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করলেন প্রেসিডেন্ট সিসি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মিশর গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসির সাথে বৈঠক করেছেন। বৈঠকে প্রেসিডেন্ট সিসি গাজা যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা না গেলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধে ছড়িয়ে পড়তে পারে যা এ অঞ্চলের জন্য বিপর্যয় ডেকে আনবে।

তিনি আরো বলেন, গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ না করা গেলে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হবে। ফলে সব পক্ষকেই এই ভয়াবহ পরিণতির কথা বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে। 

তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরো বলেন, গাজা যুদ্ধ অবসানের সময় এসেছে; এক্ষেত্রে বিজ্ঞতার পরিচয় দিতে হবে এবং শান্তি ও কূটনীতির ভাষায় কথা বলতে হবে। তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে সামনে রেখে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে হবে। 

আমেরিকা ও কাতারের পাশাপাশি মিশরও গাজা-ইসরাইল যুদ্ধবিরতির ব্যাপারে কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যায়নি। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে এই অচলাবস্থা দেখা দিয়েছে। তারপরও আমেরিকা বলছে, তারা নতুন একটি প্রস্তাব দিয়েছে এবং সেটি নেতানিয়াহু মেনে নিয়েছেন। এই প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যপ্রাচ্য সফর করছেন অ্যান্টনি ব্লিংকেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২১

ট্যাগ