ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাতে বিমান হামলা, নিহত ৩
https://parstoday.ir/bn/news/event-i140826-ইয়েমেনের_বন্দর_নগরী_হুদাইদাতে_বিমান_হামলা_নিহত_৩
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরনগরীতে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২১, ২০২৪ ১৪:১৭ Asia/Dhaka
  • ইয়েমেনের বন্দর নগরী হুদাইদাতে বিমান হামলা, নিহত ৩

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরনগরীতে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। 

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গতকাল (মঙ্গলবার) ইসরাইল হুদাইদা নগরীর তেল সংরক্ষণাগার এবং বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায়। ইসরাইলের সামরিক বাহিনীও বিমান হামলার কথা নিশ্চিত করেছে। 

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের একজন মুখপাত্র বলেছেন, গাজার প্রতি সমর্থন বন্ধ করার জন্য ইসরাইল ইয়েমেনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে তবে তা ব্যর্থ হবে। এর বিপরীতে এই হামলার জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। 

এর আগে গত ২০ জুলাই ইহুদিবাদী ইসরাইল হুদাইদা নগরীর তেল সংরক্ষণাগার এবং বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছিল। ওই হামলায় অন্তত ৯ জন নিহত এবং ৮৭ জন আহত হয়।

ইয়েমেনের হুথি আনাসরুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক আল-হুথি ওই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ধারণা করা হচ্ছে- মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো একসাথে ইসরাইলের বিরুদ্ধে বড় কোনো অভিযান চালাতে পারে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২১