ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৭০ গ্রাম প্লাবিত: নিহত ১
(last modified Wed, 21 Aug 2024 11:46:58 GMT )
আগস্ট ২১, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৭০ গ্রাম প্লাবিত: নিহত ১

টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ১২ ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ফেনী সদর ও দাগনভূঁঞা উপজেলার চারটি ইউনিয়ন ছোট ফেনী নদীর পানিতে প্লাবিত হয়েছে।

আজ (মঙ্গলবার) পরশুরামের দক্ষিণ শালধর, ফুলগাজীর দৌলতপুর, নিলক্ষী, কিসমত ঘনিয়ামোড়াসহ বেশ কয়েকটি এলাকার ১১টি ভাঙা বাঁধ দিয়ে ভেতরে পানি প্রবেশ করলে দুই উপজেলার মোট ৭০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে তলিয়ে যায়।

সেনা মোতায়েন

ভয়াবহ এই বন্যায় বানভাসি মানুষদের উদ্ধারে আজ (বুধবার) দুপুর আড়াইটা থেকে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয়, ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে স্পিড বোট ও হেলিকপ্টার।

স্থানীয়রা জানায়, গত প্রায় ৩৭ বছর পর এলাকাবাসী আবার এ ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে পড়েছে। 

আনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোহাম্মদ সেলিম বলেন, 'ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রতিবছর পাহাড়ি ঢলের পানিতে বন্যা হলেও ১৯৮৮ সালের পর এ ধরনের ভয়াবহ বন্যা আর হয়নি। তিন উপজেলায় প্রায় প্রতিটি বাড়ি ও বসতঘরে বন্যার পানি ঢুকে পড়েছে।'

উদ্ভুত পরিস্থিতিতে পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনীর স্পিডবোট ও হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে বলে আইএসপিআর জানিয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ফলে ১৪শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্রশাসনের নির্দেশে পানিবন্দী এলাকার জনগণের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে পানি উঠায় বাজারের নিম্নাঞ্চলসহ বেশকিছু দোকানপাট তলিয়ে যাওয়ায় দোকান মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

ফেনী-পরশুরাম সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সোমবার রাত ১১ টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

ফুলগাজীতে একজন মারা যাওয়ার তথ্য জানিয়েছেন ফুলগাজী উপজেলা নির্বহী কর্মকর্তা তানিয়া ভুইয়া। ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে এখনও পানি থাকায় ছোট যান চলাচল বন্ধ রয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, নষ্ট হয়েছে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট। পানি থাকায় তারা করতে পারছে না রান্নাও।

সীমান্ত এলাকার একটি সূত্র জানিয়েছে, ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্র ইলেক্ট্রিক প্রজেক্ট রয়েছে,  যা  ডম্বুর  গেট  নামে পরিচিত। বন্যার পানি কমার জন্য প্রজেক্ট কর্তৃপক্ষ ডম্বুর গেট খুলে দিয়েছে। তাই উজান  থেকে নেমে আসা পানি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।#

পার্সটুডে/এমএআর/২১

ট্যাগ