‘ইসরাইলকে জ্বালানি সরবরাহকারী দেশগুলো যুদ্ধাপরাধে সহায়তার জন্য অভিযুক্ত হতে পারে’
https://parstoday.ir/bn/news/event-i140868
ইহুদিবাদী ইসরাইলকে তেল ও জ্বালানি সরবরাহ করার সাথে জড়িত দেশগুলো অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার শক্তি যে যুদ্ধাপরাধ সংঘটিত করছে তার সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত হতে পারে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ২২, ২০২৪ ১৫:২৬ Asia/Dhaka
  • ‘ইসরাইলকে জ্বালানি সরবরাহকারী দেশগুলো যুদ্ধাপরাধে সহায়তার জন্য অভিযুক্ত হতে পারে’

ইহুদিবাদী ইসরাইলকে তেল ও জ্বালানি সরবরাহ করার সাথে জড়িত দেশগুলো অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার শক্তি যে যুদ্ধাপরাধ সংঘটিত করছে তার সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত হতে পারে।

অলাভজনক ‘অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল বা ওসিআই নামের একটি সংস্থা তাদের নতুন এক গবেষণাপত্রে এই সতর্কবার্তা জানিয়েছেকয়েক ডজন তেল এবং জ্বালানি চালানের বিষয়ে অনুসন্ধান চালিয়ে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, কয়েকটি দেশের পাঠানো তেল ও জ্বালানি ব্যবহার করে ইসরাইলি বাহিনী গাজায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। 

গবেষকরা গত ২১ অক্টোবর থেকে ১২ জুলাইয়ের মধ্যে ইসরাইলে পাঠানো ৬৫টি তেল ও জ্বালানির চালান ট্র্যাক করতে শিপিং লগ, স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য ওপেন-সোর্স শিল্প ডেটা বিশ্লেষণ করেছেন।

ওসিআই গবেষকদের বিশ্লেষণে উঠে এসেছে যে, এই দেশগুলো যৌথভাবে অক্টোবর থেকে ইসরাইলকে ৪১ লাখ টন অপরিশোধিত তেল সরবরাহ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।