জেনারেল সাবাহি ফার্দের মন্তব্য
মধ্যপ্রাচ্যে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীই 'প্রধান শক্তি'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে বিমান প্রতিরক্ষা খাতের প্রধান শক্তি।
তিনি বলেন, "এটি একটি অনস্বীকার্য সত্য যে, এই অঞ্চলে আমরাই বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে নিরংকুশ শক্তি এবং বিশ্বেরও অন্যতম প্রধান শক্তি।"
জেনারেল ফার্দ আরো বলেন, “শত্রুরা ভালো করেই জানে যে, ইরান কোনো দেশের ওপর নির্ভরশীল নয় এবং ইরানের বিশেষজ্ঞদের নকশায় তৈরি করা সরঞ্জামাদি আমাদের হাতে রয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, ১৯৮০’র দশকে ইরাকের চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধ এবং দেশের সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশ প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে অবদান রেখেছে।
সাবাহি-ফার্দ দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ বর্তমানে দেশকে রক্ষা করার জন্য তার সেরা অবস্থানে রয়েছে। ইরান শত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং প্রয়োজনে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত রয়েছে। সাবাহি-ফার্দ শত্রুদের কোনো ভুল হিসাব না করার পরামর্শ দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী যেকোনো সম্ভাব্য সংঘর্ষে অবশ্যই বিজয়ী হবে।#
পার্সটুডে/এসআইবি/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।