জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান
দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩; পালিয়ে গেছে হামলাকারী
-
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা
জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হামলার ঘটনা ঘটে।
জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়।
শহরের ফ্রন্টহফ চত্বরে সমবেত লোকজনের ওপর এক হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ‘বিল্ড’। এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্দেহভাজনকে খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে তার অবস্থান সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির কোনো বর্ণনাও দেয়নি। তবে বিল্ড বলছে, প্রত্যক্ষদর্শীরা অপরাধীকে "আরব চেহারার লোক" বলে উল্লেখ করেছেন।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৪