রাজ্যগুলোকে বার্তা মোদির
নারীদের ওপর অত্যাচারে উদ্বেগ, অপরাধী যেন ছাড় না পায়!
ভারতে নারীদের ওপর অত্যাচারের ঘটনায় উদ্বেগপ্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'মহিলাদের ওপর অত্যাচার মেনে নেওয়া যায় না'।
আজ (রোববার) মহারাষ্ট্রের জলগাঁওতে'লাখপতি দিদি সম্মেলনে' মোদি একথা বলেন। তিনি প্রতিটি রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, নারীদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েদের ওপর অপরাধের ঘটনায় যেন কেউ কোনোভাবে ছাড় না পায়।
প্রধানমন্ত্রী নির্দিষ্ট কোনও রাজ্য বা ঘটনার উল্লেখ না করলেও, আরজি কর-কাণ্ডের আবহে প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে নারীদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই পরিস্থিতিতে নারীসুরক্ষা নিয়ে সরব হলেন মোদীও।
এদিকে, ধর্ষণ বন্ধে কড়া আইন আনার আহ্বান জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ১৫ দিনের মধ্যে যাতে দোষীর বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করা যায়, সেই বিষয় নিয়েও চিঠিতে গুরুত্বারোপ করেন মমতা বন্দোপাধ্যায়।
সিবিআইয়ের দিকে তাকিয়ে আরজি কর আন্দোলন, প্রত্যাহার নয় কর্মবিরতি

এদিকে, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইয়ের উপরেই আস্থা রাখছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের আশঙ্কা, রাজ্যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে। তাদের অভিযোগ, ‘আড়ালে থেকে একটি ক্ষমতাশালী চক্র সক্রিয় হয়ে তদন্তে বাধা সৃষ্টি করছে, যাদের চাপের কাছে স্বাস্থ্য ভবনও অসহায়।’
তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছে, এই চক্রের জন্য প্রকৃত দোষীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই আরজি করকে আধা সেনাবাহিনী দিয়ে মুড়ে ফেলা হলেও সেখানকার চিকিৎসকেরা নিরাপদ বোধ করছে না। সেজন্য তারা তাদের কর্মবিরতিও এখনই প্রত্যাহার করছে না
আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকরা একথা জানান।

অন্যদিকে আজ আরজি করের তদন্তে বেশ কয়েকটি জায়গায় সিবিআই অভিযান চালিয়েছে।আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই অভিযান চালিয়েছে।#
পার্সটুডে/জিএআর/২৫