হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতির প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরাইল
(last modified Mon, 26 Aug 2024 09:50:37 GMT )
আগস্ট ২৬, ২০২৪ ১৫:৫০ Asia/Dhaka
  • তেল আবিবে একটি বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট
    তেল আবিবে একটি বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট

ইহুদিবাদী ইসরাইলের গভীর অভ্যন্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার। 

ব্রিটিশ দৈনিক দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে যার মাধ্যমে ভূমিতে ইসরাইলি বাহিনীর ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেল আবিব। ডিক্রি অনুসারে, কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলার ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্রিটিশ মিডিয়া বিবিসি জানিয়েছে, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতের প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। হামলার কয়েক ঘণ্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরুল্লাহ বলেন, ইসরাইলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তার ক্ষয়ক্ষতি ঢাকতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার। 

গত ৩০ জুলাই হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের দিকে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৬

ট্যাগ