ইসরাইলের মতো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াতে চায় না ইরান
https://parstoday.ir/bn/news/event-i141112-ইসরাইলের_মতো_মধ্যপ্রাচ্যে_উত্তেজনা_ছড়াতে_চায়_না_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হত্যা ও সহিংসতার মেশিনগুলো ব্যবহার করে আঞ্চলিক উত্তেজনা তীব্র করতে চাইলেও ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের পক্ষে কাজ করছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৯, ২০২৪ ১৩:৫৪ Asia/Dhaka
  • হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হত্যা ও সহিংসতার মেশিনগুলো ব্যবহার করে আঞ্চলিক উত্তেজনা তীব্র করতে চাইলেও ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের পক্ষে কাজ করছে। 

গতকাল (বুধবার) হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের সাথে টেলিফোন আলাপে একথা বলেন ইরানের শীর্ষ কূটনীতিক। তিনি গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন ও গণহত্যা এবং লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে তেল আবিবের তীব্র ভয়াবহ হামলার কথা তুলে ধরনে। এছাড়া, মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে প্রতিরোধ আন্দোলনগুলোর শীর্ষ ব্যক্তিদের হত্যার কথাও উল্লেখ করেন।  

আব্বাস আরাকচি অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজার ৫৩৪ জন ফিলিস্তিনি নাগরিকের প্রাণহানি ঘটেছে যার বেশিরভাগই নারী এবং শিশু।

ফোনালাপে ডাচ কর্মকর্তা মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম অনুশীলনের আহ্বান জানান। 

ক্যাসপার বলেন, "নেদারল্যান্ড আশা করে, এই অঞ্চলজুড়ে সহিংসতা ও উত্তেজনার চক্র বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ বন্ধ এবং তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে।"#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯