ইউক্রেনে রুশ হামলার সময় আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/event-i141160-ইউক্রেনে_রুশ_হামলার_সময়_আমেরিকার_এফ_১৬_যুদ্ধবিমান_বিধ্বস্ত_পাইলট_নিহত
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানটির পাইলট ওলেক্সি মেস নিহত হয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ৩০, ২০২৪ ১৯:১৮ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে যুদ্ধবিমানটির পাইলট ওলেক্সি মেস নিহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, ইউক্রেনের হামলার বদলা নিতে গত সোমবার কিয়েভে ভয়াবহ হামলা চালায় রাশিয়ার এক ঝাঁক ড্রোন। ওইদিনই রুশ সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে পড়ে একটি এফ-১৬ যুদ্ধবিমান। প্রাণ হারান যুদ্ধবিমানটির পাইলট। গতকাল (বৃহস্পতিবার) ঘটনাটি স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী লিখেছে, ‘ওলেক্সি ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলায় থেকে ইউক্রেনীয়দের রক্ষা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে, নিজের জীবনের বিনিময়ে।’

এ মাসের শুরুর দিকেই এফ-১৬ যুদ্ধবিমানের একটি চালান ইউক্রেনে এসে পৌঁছায়। বিমানগুলোর একটি এই প্রথমবারের মতো বিধ্বস্ত হল। গত ৪ আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, এফ-১৬ চালানোর মতো প্রশিক্ষণপ্রাপ্ত পর্যাপ্ত পাইলট তাদের নেই।

রাশিয়ায় অভ্যন্তরে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে এ সপ্তাহে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে ইউক্রেন।

নেদারল্যান্ডসের প্রতিরক্ষাপ্রধান অটো ইচেলশেইম নিশ্চিত করেছেন, নেদারল্যান্ডস ইউক্রেনকে ২৪টি এফ–১৬ বিমান দেবে। এ ছাড়া আরও বিভিন্ন রকম অস্ত্র সরবরাহ করা হতে পারে। মানবিক আইন বাদে এ ধরনের যুদ্ধবিমান ব্যবহারে কোনো বাধা থাকবে না। এর অর্থ হলো রুশ ভূখণ্ডের ভেতরে আরও বড় হামলা চালাতে পারবে ইউক্রেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০