আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে প্রধান বাধা ইসরাইল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/event-i141162-আঞ্চলিক_উত্তেজনা_প্রশমনের_পথে_প্রধান_বাধা_ইসরাইল_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরাইলের নিরবচ্ছিন্ন নৃশংসতাকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও সংঘাত বিস্তারের জন্য প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক ফোনালাপে বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে প্রধান অন্তরায় হয়ে রয়েছে ইসরাইল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩১, ২০২৪ ০৯:৩৮ Asia/Dhaka
  • আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে প্রধান বাধা ইসরাইল: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইহুদিবাদী ইসরাইলের নিরবচ্ছিন্ন নৃশংসতাকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও সংঘাত বিস্তারের জন্য প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক ফোনালাপে বলেছেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনের পথে প্রধান অন্তরায় হয়ে রয়েছে ইসরাইল।

আরাকচি বলেন, ইসরাইল গত বছরের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, জর্দান নদীর পশ্চিম তীরে প্রায়ই ফিলিস্তিনিদের হত্যা করছে, লেবাননে দৈনিক ভিত্তিতে বিমান হামলা চালাচ্ছে এবং গোটা অঞ্চল জুড়ে গুপ্তহত্যা চালিয়ে সিনিয়র প্রতিরোধ নেতাদের হত্যা করে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বহু আগে বন্ধ করে নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণ রক্ষা করা যেত; কিন্তু অপরাধী ইসরাইল সরকারের কারণে তা সম্ভব হয়নি যার ফলে এখন পর্যন্ত ৪০,৬০০ মানুষ প্রাণ হারিয়েছে যাদের বেশিরভাগ নারী ও শিশু।

ফোনালাপে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকা ও পশ্চিম তীরের উত্তেজনা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তিনি ইরান ও জর্দানের পাশাপাশি গোটা অঞ্চলের স্বার্থে দু’দেশের মধ্যে যোগাযোগ ও শলাপরামর্শ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। #

 পার্সটুডে/এমএমআই/জিএআর/৩১